- প্রথমে ইলেকট্রিক্যাল এর কাজ সম্পন্ন করতে হবে
- ফ্লোরকে চিপিং করতে হবে ।
- পাইপ দিয়ে ওয়াটার লেভেল ঠিক করতে হবে।
- সবগুলো টাইলস একই লেভেলে থাকবে।
- ফ্লোর লেভেল কে এক করতে হবে এবং প্রতি রুমে লেভেলিং পায়া দিয়ে ইন্ডিকেট করতে হবে।
- টাইলস ফ্লোরে (১:৪) ও দেয়ালে (১:৩) রেশিং তে করতে হবে।
- টালি/ টাইলস আগের দিন ভিজাতে হবে।
- টাইলস বিছানোর পর রাবার হাতুড়ি দিয়ে বসাতে হবে।
- গোলা আওয়াজ হলে বুঝতে হবে ভয়েড আছে।
- টাইলস লাগানোর পর সেগুলো পরিষ্কার করতে হবে।
- ২৪ ঘন্টা কিউরিং করতে হবে।
- ফ্লোর টাইলস এর আগে ওয়াল টাইলস লাগাতে হবে।
ধন্যবাদ।।।। পরবর্তী আপডেট সহজে পেতে আমাদের ব্লগ টিকে ইমেইল সাবস্ক্রিপশন করে রাখতে পারেন।
No comments:
Post a Comment