- প্লাস্টার করার পূর্বে আর.সি.সি আর ব্রিকের সারফেস ভাল করে পানি দিয়ে ভিজাতে হবে ।
- সিমেন্ট মর্টার দিয়ে ৩"*৩" @ ৫ থেকে ৬ ফুট পর পর পায়া করতে হবে।
- আর.সি.সির সারফেসে গ্রাউটিং দিতে হবে।।
- অব্যশই থিকনেস ঠিক রাখতে হবে ।ব্রিক ওয়ালে ১" ও আর.সি.সি সারফেসে০.৭৫ " থিকনেসে প্লাস্টার করতে হবে।
- কোন অবস্থাতেই প্লাস্টারে শুকনা মসল্লা বা বুড়া মারা যাবে না।
- এলুমিনিয়্যাম পাট্টা বা স্পিরিট লেভেলের সাহায্যে প্লাস্টার সারফেস চেক করতে হবে।
- প্লাস্টার করার পর মনে রাখার জন্য প্লাস্টারের গায়ে তারিখ লিখে রাখতে হবে।
- প্লাস্টার করার ২৪ ঘন্টা পর কমপক্ষে ৭a দিন দিনে ৩-৪ বার কিউরিং করতে হবে।
নিজেকে একবিংশ শতাব্দীর একজন দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে নিজেক আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করা জরুরি। এই প্রয়োজনীয়তা অনুধাবন করে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার মহান প্রয়াসে সিভিলটেক এর যাত্রা শুরু...
প্লাস্টার করার নিয়ম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment