পোর্টল্যান্ড সিমেন্টের যে যে গুণাবলী থাকতে হবে

পোর্টল্যান্ড সিমেন্ট নির্মাণ কাজে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। তবে,উপযুক্ত মান সম্পন্ন সিমেন্ট ব্যবহার না করলে তা ক্ষতির কারণ হতে পারে। তাই, এর মান যাচাই করে নেয়া জরুরি।

নিচে পোর্টল্যান্ড সিমেন্টের কতগুলো গুণাবলী  তুলে ধরছি, যেগুলো জানলে আপনি নিশ্চিত হতে পারবেন সিমেন্ট গুলো ভাল মানের কিনা -


  • প্রাথমিক সেটিং টাইম ৩০ মিনিটের বেশি হবে না।

  •  চুড়ান্ত সেটিং টাইম ১০ ঘন্টার বেশি হবে না।

  •  তিনদিন পর Compressive force 10 N/mm2 ও টেনসাইল ফোর্স 2NN/mm2 হওয়া উচিত।
                 ★৭ দিন পর টেনসাইল ফোর্স ২.৫ N/mm2 হতে হবে

                  ★৭ দিন পর কম্পেসিভ ফোর্স 22N/mm2 হতে হবে।


                 ★.৯০ মাইক্রোন সিভ সেকারে ১০ % এর বেশি আটকে      
                     থাকবে না। ।
                ★এটি কার্যোপযোগি হবে।


পোর্টল্যান্ড সিমেন্ট

আরো ক্লিয়ার হওয়ার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন--

 কংক্রিটের কম্প্রসিভ টেস্ট



সবাই ভাল থাকবেন। সামনে আরো নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব। আমাদের ব্লগের এড্রেস টি আপনার ব্রাউজার এ বুক মার্ক করে রাখতে পারেন। 

No comments:

Post a Comment