যে বিষয় গুলা না জানলে একজন সিভিল ইন্জিনিয়ার পরিচয় দিতে লজ্জা পাওয়া উচিৎ

১০" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট)
গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট)
গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪
বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১' (স্কয়ার ফিট) এর
জন্য ০৩ টি ইট লাগে।
পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া
হয়।
সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক
দিয়ে।
কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে
করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০" ÷ ১২
=
০.৮৩৩)
এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব
এসএফটি তে করতে হয়।
* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০
কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে
সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার
পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার
পুরুত্ব পনে এক ইঞ্চি বা 15 মিমি . . সিলিং
প্লাষ্টারে ১:3 অনুপাতে
সিমেন্ট দিতে হয়। এবং মসলার পুরুত্ব 6-7
মিমি . . বীম এবং কলাম সিলিং এর মতো
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২"*৪
১/২"*২ ৩/৪")
মসলাসহ = (১০"*৫"৩")
10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)
Convert
1" = 25.4 mm
1" = 2.54 cm
39.37" = 1 m
12" = 1' Fit
3' = 1 Yard (গজ)
1 Yard = 36"
72 Fit = 1 bandil.
রডের হিসাব
1" = 8 sut (সুত)
1/2" = 4 sut (সুত)
1/4 = 2 sut (সুত)
1/8 = 1 sut (সুত)
.125"

No comments:

Post a Comment