নিজেকে একবিংশ শতাব্দীর একজন দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে নিজেক আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করা জরুরি। এই প্রয়োজনীয়তা অনুধাবন করে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার মহান প্রয়াসে সিভিলটেক এর যাত্রা শুরু...
যেভাবে কংক্রিটের এস্টিমেট বের করবেন।
♥প্রথমে কংক্রিট কাজের আয়তন বের করতে হবে
ধরি,
দৈঘ্য=৪০ ফুট
প্রস্থ= ২০ ফুট
থিকনেস=৫ ইঞ্চি
ভিজা আয়তন =(৪০*২০*৫/১২) বা ৩৩৩.৩৩ ঘনফুট
[ইঞ্চি কে ফুটে কনর্ভাট করার জন্য ১২ দিয়ে ভাগ করতে হবে ]
♥এবার ভিজা আয়তন কে ১.৫৫ দিয়ে গুণ করে ভিজা আয়তন বের করতে হবে।
শুষ্ক আয়তন =(৩৩৩.৩৩*১.৫৫) বা ৫১৬.৬৬ ঘনফুট
♥এখন কংক্রিট মিশ্রণের অনুপাতের যোগফল বের করতে হবে।
ধরি,
অনুপাত =১:২:৪
যোগফল=(১+২+৪)বা ৭
♠সর্বশেষে শুষ্ক আয়তনকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে ভাগফল কে নির্দিষ্ট আনুপাতিক সং খ্যা দিয়ে গুণ করে মালামাল এর পরিমাণ নির্ণয় করতে হবে।
সিমেন্ট =(৫১৬.৬৬÷৭)*১*.৮০= ৫৯.০৪ ~৬০ ব্যাগ
বালি = (৫১৬.৬৬÷৭)*২=১৪৭.৬২ সিএফটি
খোয়া=(৫১৬.৬৬÷৭)*৪=২৯৬.২৩ সিএফটি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment